main menu

Pages

New Yalla Shoot live broadcast, watch today’s matches, yalla shoot

Leicester City
0 : 0
Brentford
  • beIN Premium 1
  • Brentford Community Stadium
  • Premier League
Newcastle
0 : 0
Crystal Palace
  • beIN Premium 3
  • Selhurst Park
  • Premier League

এখন থেকে ইন্সটাগ্রাম এর ডিলিট হওয়া ছবি ফেরত পাওয়া যাবে

রিসেন্টলি ইনস্টাগ্রামে একটি আপডেট এসেছে এই আপডেটে ইনস্টাগ্রাম থেকে ফটো ডিলিট হয়ে গেলে ফিরিয়ে আনার সুব্যবস্থা রয়েছে। ইনস্টাগ্রামে রিসেন্টলি ডিলিট নামে একটি ফিচার যুক্ত করা হয়েছে যেখানে ডিলিট হওয়া সমস্ত ফটো জমা থাকবে।

এখন থেকে ইন্সটাগ্রাম এর ডিলিট হওয়া ছবি ফেরত পাওয়া যাবে

এবং ব্যবহারকারী চাইলে ইচ্ছেমতো পার্মানেন্টলি ডিলিট করতে পারবে অথবা চাইলে পুনরুদ্ধার করতে পারবে। বিশেষ করে এই অপশনটি তখন বেশি গুরুত্বপূর্ণ যখন অন্য কেউ একাউন্ট নিয়ন্ত্রণ করে বা গোপনে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রবেশ করে ফটো ডিলিট করে।

এখন থেকে যদি ব্যবহারকারী ভুলবশত কোন ফটো ডিলেট করে সেটি চাইলে রিস্টোর করতে পারবে অথবা পার্মানেন্টলি ডিলিট করতে পারবে। তবে একটি কম্পিউটারের রিসাইকেল বিন এর মত। কিন্তু রিসাইকেল bin-এ অ্যাক্সেস করার জন্য কোন পাসওয়ার্ড এর প্রয়োজন হয় না।

কিন্তু ইনস্টাগ্রামে রিসেন্টলি ডিলিট নামক অপশনটিতে প্রবেশ করার জন্য পাসওয়ার্ড দিয়ে অ্যাক্সেস করতে হবে। এক্ষেত্রে ব্যবহারকারীর চোখের আড়ালে যদি অন্য কেউ ফোন নিয়ে ইনস্টাগ্রামের ফটো ডিলিট করে তাহলে ব্যবহারকারী ইচ্ছে করলে সেটির পুনরুদ্ধার করতে পারবে।


যদি কেউ ইনস্টাগ্রাম একাউন্ট এর পাসওয়ার্ড না জানে তাহলে সে কখনোই রিসেন্টলি ডিলিট অপশনটিতে প্রবেশ করতে পারবে না। তবে এটা তো স্বাভাবিক যে ইনস্টাগ্রাম একাউন্ট এর পাসওয়ার্ড ব্যবহারকারী ছাড়া অন্য কেউ জানবে না।

তাই এটা নতুন করে বলার কিছু নেই যে আপনার পাসওয়ার্ড আপনার একাউন্টের পাসওয়ার্ড আপনার কাছে থাকবে এবং কারো সাথে শেয়ার করবেন না। ব্যবহারকারী ছাড়া অন্য কেউ যদি একাউন্টের পাসওয়ার্ড না জানে তাহলে এক্ষেত্রে কোনো সম্ভাবনা নেই কেউ গোপনে একাউন্টে এক্সেস নিয়ে ইনস্টাগ্রামে ফটো ডিলিট করবে এবং রিসেন্টলি ডিলিট এর ভিতর থেকেও পার্মানেন্টলি ডিলিট করে দেবে।

তবে এক্ষেত্রে রিসেন্টলি ডিলিট নামক ফিচারটি ইনস্টাগ্রামে যুক্ত করার আগে অনেক ব্যবহারকারীর ডিলিট হওয়া ফটো নিয়ে খুবই আফসোস হতো। তবে পূর্বে এরকম কোন ফিচার ছিলনা যার মাধ্যমে ব্যবহারকারী চাইলে ইনস্টাগ্রামে ডিলিট হওয়া ফটো ফিরিয়ে আনতে পারে।

বিশেষ করে ব্যবহারকারীর অসাবধানতাবশত অন্য কেউ যদি অ্যাকাউন্টে প্রবেশ করে ফটো ডিলিট করতে অথবা ব্যবহারকারী ভুলবশত কোন ফটো ডিলিট করলে সেটি পুনরায় সেটা হওয়ার কোনো সুযোগ ছিলনা।

আরো পড়ুন… টেলিগ্রামে এসেছে ফেসবুক মেসেঞ্জার এর মত এক নতুন ফিচার

যদিও ফেসবুক এর ফটো অনেক ক্ষেত্রে পুনরুদ্ধার করা যেত তবে বিশেষ কিছু ক্ষেত্রে সব ধরনের ফটো ফিরিয়ে আনা সম্ভব হতো না। তবে বর্তমানে ইনস্টাগ্রামে রিসেন্টলি ডিলিট বা এরকম কোন ফিচার ফেসবুকে এখন পর্যন্ত নেই।

বিশ্বের জনপ্রিয় কিছু সোশ্যাল মিডিয়ার ভিতরে একমাত্র ইনস্টাগ্রামে এই অসাধারণ ফিচারটি বর্তমানে যুক্ত হয়েছে। ইনস্টাগ্রামে ইউজার ইন্টারফেস অত্যন্ত সুন্দর এবং সহজ থাকার কারণে কোনো ব্যবহারকারীকে রিসেন্টলি ডিলিট ফিচারটি ব্যবহার করতে কোন রকম অসুবিধা হবে না।

রিসেন্টলি ডিলিট অপশন থেকে ফটো রিস্টোর করা অথবা পার্মানেন্টলি ডিলিট করা অত্যন্ত সহজ। শুধু ব্যবহারকারী কিনা এটা সনাক্ত করার জন্য ইনস্টাগ্রাম ব্যবহারকারীর পাসওয়ার্ড প্রবেশ করাতে হবে। এটা নিরাপত্তার জন্য অবশ্যই থাকা উচিত।

আপনি যে যদি ইনস্টাগ্রামে রিসেন্টলি ডিলিট নামক ফিচারটির সাথে প্রথম বার পরিচিত হয়ে থাকেন তাহলে অবশ্যই ফিচারটি ব্যবহার করে দেখবেন।


তবে আপনার একাউন্টে এই ফিচারটি এসেছে কিনা আমি নিশ্চিত নই। যদি আপনার অ্যাকাউন্টের সাথে এই ফিচারটি যুক্ত না হয় তাহলে অপেক্ষা করবেন খুব শীঘ্রই সকল ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা ফিচারটি পাবেন।

Comments