main menu

Pages

New Yalla Shoot live broadcast, watch today’s matches, yalla shoot

Leicester City
0 : 0
Brentford
  • beIN Premium 1
  • Brentford Community Stadium
  • Premier League
Newcastle
0 : 0
Crystal Palace
  • beIN Premium 3
  • Selhurst Park
  • Premier League

মোবাইল হারিয়ে যাওয়া এড়াতে বাজারে এলো অ্যান্ড্রয়েড অ্যাপস থিফগার্ড

এখন থেকে মোবাইল চুরি করে আর পার পাবে না চোর। চুরি হওয়া মোবাইল দেশের যেকোন জায়গায় থাকুক না কেন তার অবস্থান সনাক্ত করা যাবে খুব সহজে। আর এই অসম্ভবকে সম্ভব করে দিয়েছে সাইদুর রহমান নামে এক উদ্যোক্তা

মোবাইল হারিয়ে যাওয়া এড়াতে বাজারে এলো অ্যান্ড্রয়েড অ্যাপস থিফগার্ড


মূলত নিজের মোবাইল চুরি হওয়ার পর থেকেই এরকম একটি অ্যাপস উদ্ভাবনের চিন্তা মাথায় আসে। আর এরপরই তিনি তৈরি করেন 'থিফ গার্ড' নামক একটি অ্যাপস। যেটা খুব শিগগিরই বাজারে আসবে বলে জানিয়েছেন। তবে এটি ব্যবহারের জন্য একটি শর্ত রয়েছে। এই অ্যাপসটি ব্যবহার করতে হলে ব্যবহারকারীকে বছরে 350 টাকা দিতে হবে।

এছাড়াও প্রযুক্তি বিশেষজ্ঞরা জানিয়েছেন যে এই অ্যাপসটির ফিচারগুলো আন্তর্জাতিক মানসম্পন্ন। হঠাৎই যদি রাস্তায় চলার সময় আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটি চুরি হয়ে গেল তখন আপনি কি করবে। 

তখন হয়তো আপনি আপনার সাধ্যমত মোবাইলটাকে অনেক খোঁজাখুঁজি করবেন এবং না পেয়ে বিরক্ত হয়ে একসময় খোঁজা বন্ধ করে দিবেন। নিজের বাস্তব জীবন থেকে অভিজ্ঞতা নিয়ে এবং এরকম পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য এর সমাধান স্বরূপ সাইদুর রহমান নামক এক উদ্যোক্তা তৈরি করেছেন থিফ গার্ড নামক একটি মোবাইল অ্যাপস।


এছাড়াও অ্যাপস নির্মাণ ক্বারী মোঃ সাইদুর রহমান বলেন, আমার ওই হারিয়ে যাওয়া ফোন টি তে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ছিল। আর ফোনটি হারিয়ে যাওয়ার পর তার জন্য আমি খুবই কষ্ট পেয়েছিলাম।

তেরোটি ফিচারের এই অ্যাপসটি বাজারে আনছে আইটি কোম্পানি সফটালোজি। আর এটি আপনি ডাউনলোড করতে চাইলে থিফগার্ড ডট কম থেকে ডাউনলোড করতে হবে।এরপরে আপনার নাম, মোবাইল নাম্বার, জিমেইল, পাসওয়ার্ড, ইত্যাদি তথ্য দিয়ে আপনাকে অ্যাপস চালু করতে হবে।

অ্যাপসটি আপনার ফোনে ইন্সটল করার পরে যদি কেউ আপনার ফোনে ভুল পাসওয়ার্ড দিতে চাই তাহলে সাথে সাথে অ্যালার্ম বেজে উঠবে। এছাড়াও কেউ চাইলেও আপনার সিম কার্ড অথবা মোবাইল বন্ধ করতে পারবে না। যদি কেউ এমনটি করতে চায় সে ক্ষেত্রে মোবাইল ফোনটি তার ছবি এবং লোকেশন পাঠিয়ে দেবে আপনার জিমেইলে।

সফটালজির পরিচালক জাকির হোসেনজানিয়েছেন যে এটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তবে আমরা আশা করি যে সব ধরনের সমস্যা অতিক্রম করে আমরা সফল হতে পারব। প্রথমদিকে এন্ড্রয়েড ফোনে 7 থেকে 12 ভার্সনে কাজ করবে এই অ্যাপসটি। তবে এটিকে আরও উন্নত করে ধীরে ধীরে আইফোন ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে চান উদ্যোক্তারা।

আরো পড়ুন… নতুন নিয়ম না মানলে যে ব্যবস্থা নিবে হোয়াটসঅ্যাপ

এছাড়াও ব্যবহারকারীদের অ্যাপ সংশ্লিষ্ট যেকোনো সমস্যা সমাধানের জন্য রয়েছে কল সেন্টার সেবার ব্যবস্থা। প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করেন যে এই অ্যাপস টি বিশ্বমানের।তবে এটি কে আরো যাচাই-বাছাই করে গ্রাহকবান্ধব করার পরামর্শ দিয়েছেন তারা।

প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করেন যে এই অ্যাপসটি আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ ভূমিকা রাখতে পারবে।বিশেষজ্ঞগণ আরো মনে করেন যে এই এপসটি ব্যাবহার কারিদের আস্থা অর্জন করতে পারলে এ ধরনের আরো অ্যাপস তৈরি করতে পারবে প্রতিষ্ঠানটি।

সময়ের সাথে সাথে আমাদের জীবন যাত্রার মান উন্নয়ন করার লক্ষ্যে উন্নতি করা হচ্ছে টেকনোলজির। আর এরই ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছেন টেকনোলজি বিশেষজ্ঞগণ। আর এরই ধারাবাহিকতায় সাইফুর রহমান নামক এক উদ্যোক্তা তৈরি করেছেন থিফগার্ড। মোবাইল চুরি হওয়ার সমস্যা নিয়ে বিভ্রান্তির মধ্যে আমরা প্রায় সমাজের সব লোকই আছি।

নিজের পছন্দের এন্ড্রয়েড ফোনটি যে কখন চুরি হয়ে যাবে চলার পথে এটা নিয়ে আমরা সবসময়ই একটা ইনসিকিউর ফিল করে থাকি। আর এমন সমস্যার সহজ সমাধান দিতে বাজারে আসতে যাচ্ছে উন্নত মানের অ্যাপস থিফগার্ড।এটা আমাদের মোবাইল চুরি হওয়ার বিড়ম্বনা থেকে অনেকটাই মুক্তি দিতে পারবে বলে মনে করেন টেকনোলজি বিশেষজ্ঞগণ।


থিফগার্ড অ্যাপস টি চুরি হওয়া মোবাইল ফোনের লোকেশন জানিয়ে দেবে এবং এর সাথে চোরের ছবি পাঠিয়ে দেবে আপনার জিমেইল। যার ফলে মোবাইল চুরি হওয়া অনেকটাই কমে যাবে বলে মনে করেন টেকনোলজি বিশেষজ্ঞগণ।

এছাড়াও এই ফোনটিতে যদি কেউ ভুল পাসওয়ার্ড দিয়ে খোলার চেষ্টা করে তাহলে সাথে সাথেই এলাম বাজিয়ে জানিয়ে দেবে ফোনের মালিক কে। উন্নত প্রযুক্তির সেবা নিয়ে এখন বাজারে আসতে যাচ্ছে এই অ্যাপসথিফগার্ড। এই এপস টি থেকে যদি ভাল মানের সারা পান তাহলে এই প্রতিষ্ঠানটি এরকম আরো ভালো মানের অ্যাপস ভবিষ্যতে তৈরি করবেন বলে জানিয়েছেন। 

Comments