main menu

Pages

New Yalla Shoot live broadcast, watch today’s matches, yalla shoot

Leicester City
0 : 0
Brentford
  • beIN Premium 1
  • Brentford Community Stadium
  • Premier League
Newcastle
0 : 0
Crystal Palace
  • beIN Premium 3
  • Selhurst Park
  • Premier League

ফেসবুক তৈরি করল স্মার্টওয়াচ

বর্তমানে ফেসবুক স্মার্ট ওয়াচ তৈরিতে কাজ করছে। যদিও এটা এখনো মার্কেটে আসে নি, তবে পরীক্ষামূলক অবস্থায় আছে। বিশেষ করে আগামী বছর থেকে এটি মার্কেট এ আসবে এবং যারা কিনতে আগ্রহী তারা এই ডিভাইস টি কিনতে পারবেন।

ফেসবুক তৈরি করল স্মার্টওয়াচ


তবে অনেকেরই ধারণা ফেসবুক স্মার্ট ওয়াচ ব্যবহারের ফলে ফেসবুক অ্যাপ এ বেশ কিছু বাড়তি সুবিধা পাওয়া যাবে। স্মার্টওয়াচ ডিভাইসটিতে বার্তা আদান প্রদানের সুব্যবস্থা থাকবে। এ ছাড়াও বাজারে অন্যান্য স্মার্ট ওয়াচ গুলোর মত হেলথ এবং ফিটনেস সংক্রান্ত তথ্যের সুবিধা থাকবে এই স্মার্টওয়াচে।

ফেসবুকে এক প্রতিবেদন অনুযায়ী স্মার্ট ওয়াচ টিতে ইন্টারনেটের জন্য সেলুলার সংযোগের মাধ্যমে নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ থাকবে। অর্থাৎ সিম কার্ড ব্যবহারের মাধ্যমে যেরকমটা স্মার্টফোনে মোবাইল ডাটা ব্যবহার করা হয় ঠিক ঐভাবে।


তবে অন্যান্য কিছু ব্র্যান্ডের স্মার্টওয়াচের মত এটিতে সম্পূর্ণ সুবিধা পেতে এ স্মার্টফোনের সাথে সংযুক্ত করার দরকার হবে না। এই স্মার্টওয়াচটি তে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চলবে অর্থাৎ গুগলের ওপেনসোর্স অ্যান্ড্রয়েড সিস্টেম যার সাথে আমরা কমবেশি সবাই পরিচিত।

তবে ফেসবুক নিচে স্মার্ট ওয়াচ এর জন্য তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম ডেভেলপমেন্ট চেষ্টা করছে। তবে এ ব্যাপারে ফেসবুক নিজের আনুষ্ঠানিক তেমন কোনো মতামত জানায় নি।


বিশেষ করে ফেসবুক ব্যবহারকারীদের জন্য এই স্মার্ট হওয়ার খুবই কৌতূহলের একটি বিষয়। তাই ব্যবহারকারীদের আগ্রহ জানার জন্য স্মার্টওয়াচটি মার্কেটে লঞ্চ করার আগেই এক প্রতিবেদনে জানানো হয়েছে।

যদিও এই স্মার্টওয়াচটি থে অন্যান্য ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ এর মত সুবিধা পাওয়া যাবে তবে একটি প্রধান আকর্ষণ থাকে ফেসবুক। তবে সময়ের সাথে সাথে ফেসবুক স্মার্টওয়াচের সুযোগ-সুবিধা এবং বিভিন্ন ফিচার যুক্ত করতে পারে।

তবে এটি সম্পূর্ণ নির্ভর করে ব্যবহারকারীদের চাহিদার উপরে। ফেসবুক ব্যবহারকারীদের চাহিদার উপর নির্ভর করে বিভিন্ন রকমের পরিবর্তন আনবে বলে আশা করা যায়।

আরো পড়ুন... এখন ওয়ালটনের ইউরোপীয়ান স্ট্যান্ডার্ড এসির ঘন্টায় বিদ্যুৎ খরচ মাত্র ২.৮৮ টাকা

তবে এই স্মার্ট ওয়াচ প্রাইজ এবং এই ডিভাইস সম্পর্কে বিস্তারিত তেমন কোনো তথ্য জানা যায়নি। এটি কত ধরনের মডেলের থাকবে এবং কিছু ফিচার রয়েছে তা মার্কেটিং আসার পরে ভালোভাবে জানা যাবে।

তবে যারা ডিভাইসটি শুরুতেই কিনতে আগ্রহী তাদের উদ্দেশ্যে বলেছেন কিছুটা সময় অপেক্ষা করে দেখবেন। কেনার আগে অবশ্যই বিস্তারিত জেনে নেবেন কারণ এটা অন্যান্য স্মার্ট ওয়াচ এর থেকে কিছু ভিন্ন ধরনের সুবিধা অসুবিধা থাকতে পারে।

বিশেষ করে শুরুতে কোন একটি ডিভাইস লঞ্চ করলে প্রথম অবস্থায় কিছু ত্রুটি থাকার সম্ভাবনা থাকে তবে সময়ের সাথে সাথে একটি সমাধান করা হয়। অবশ্যই বলব ডিভাইস টি কেনার আগে বিবেচনা করে নিবেন।


তাছাড়াও ডিভাইসটির কেনার পূর্বে আপনার অবশ্যই জেনে নেওয়া উচিত এর নিয়ম-নীতিমালা সম্পর্কে। আপনার জন্য ডিভাইস টি নিরাপদ কিনা অথবা এর নীতিমালায় কি রয়েছে।

আপনার ব্যক্তিগত তথ্য নিরাপদ থাকবে কিনা সে ব্যাপারে অবশ্যই নিশ্চিত হতে হবে। কারণ এটি একটি ফেসবুকের প্রোডাক্ট কিছুদিন আগে হোয়াটসঅ্যাপ এর নীতিমালা নিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের কাছে বেশ সাড়া ফেলেছিল।

তাই ব্যবহারের পূর্বে অবশ্যই আমাদের নীতিমালা সম্পর্কে জেনে নিতে হবে যাতে আমাদের ব্যক্তিগত তথ্য নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতে না হয়।

Comments