সম্প্রীতি জনপ্রিয় কলিং ও মেসেজিং অ্যাপ টেলিগ্রামে এসেছে নতুন আপডেট। এই ফিচারটি টেলিগ্রামের জন্য নতুন হলেও যারা ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে তারা এই ফিচারের সাথে আগে থেকেই পরিচিত।
টেলিগ্রামের সম্প্রীতি অন্যতম আপডেট হচ্ছে অটো ডিলিট। হ্যাঁ মেসেজ অটোমেটিক একটি নির্দিষ্ট সময়ের পরে ডিলিট হয়ে যাবে এমন একটি ফিচার নিয়ে এসেছে টেলিগ্রাম। এটি অনেক আগে থেকেই ফেসবুকে ছিল তাই যারা ফেসবুক ম্যাসেঞ্জার ব্যবহার করেন তাদের বুঝতে অসুবিধা হবে না।
তবু অনেকেই আছে যারা ফেসবুক ম্যাসেঞ্জার ব্যবহার করেন না। তবে বারবার টেলিগ্রাম অ্যাপ এর আপডেট এর সাথে ফেসবুক মেসেঞ্জার উল্লেখ করা কারণ হচ্ছে, ঠিক একই রকম সিস্টেম ফেসবুক মেসেঞ্জারে রয়েছেন। তাই ফেসবুক মেসেঞ্জার এর মাধ্যমে উদাহরণটা দিলে পাঠকদের বুঝতে সুবিধা হবে বলে আশা করছি।
টেলিগ্রাম অ্যাপ এর মেসেজ ফটো ডিলিট হওয়ার প্রসেসটি একদম ফেসবুক মেসেঞ্জার এর মতই। এখানে ব্যবহারকারীরা কোন মেসেজ পাঠানোর পূর্বে একটি নির্দিষ্ট সময় এবং তারিখ সিলেক্ট করে দিতে পারে। এতে 1 ঘন্টা বা 24 ঘন্টা অথবা সাতদিন পরে ব্যবহারকারীর পাঠানো মেসেজ অটোমেটিক ডিলিট হয়ে যাবে।
এবং নির্দিষ্ট সময় শেষ হওয়ার পরে ওই ম্যাসেজ গুলোর কোন চ্যাট হিস্টরি থাকবে না মেসেজগুলো পুরোপুরি ডিলিট হয়ে যাবে। ফেসবুক মেসেঞ্জারে এই অপশনটি secret conversation নামে পরিচিত। আসলে এই সিস্টেমটি যেভাবে কাজ করে এবং প্রসেসটি যেভাবে সম্পন্ন করে ব্যবহারকারী সুবিধা অনুযায়ী এই সিস্টেমটি সিক্রেট কনভারসেশন।
এখানে ব্যবহারকারী তাদের ব্যক্তিগত বা কোন গোপনীয় বার্তা বা ফটো সেন্ড করে সেটা নির্দিষ্ট সময় পরে পুরোপুরি মুছে ফেলতে পারে। এক্ষেত্রে ব্যবহারকারীর বার্তা পাঠানোর পর থেকেই টাইম কাউন্ট হবে।
এছাড়াও ব্যবহারকারী তার সুবিধা অনুযায়ী টাইম সেট করে নির্দিষ্ট সময়ের পরে সম্পন্ন কনভারসেশন মুছে ফেলতে পারে। বিশেষ করে টেলিগ্রামে এই অপশনটি চালু করার উদ্দেশ্য হলো ব্যবহারকারী গোপনীয়তা এবং নিরাপত্তা বৃদ্ধি করা।
আরো পড়ুন… নতুন নিয়ম না মানলে যে ব্যবস্থা নিবে হোয়াটসঅ্যাপ
এই অপশনটি টেলিগ্রাম ব্যবহারকারীদের মধ্যে অনেকের কাছেই ভালো লেগেছে। কারণ টেলিগ্রাম বর্তমানে বিশ্বের একটি জনপ্রিয় অ্যাপ তাই ব্যবহারকারীদের চাহিদা এবং পছন্দ অনুযায়ী সব ধরনের ফিচার এতে থাকা উচিত।
টেলিগ্রাম অ্যাপ এর ইউজার ইন্টারফেস বেশ সহজ এবং উন্নত তা নতুন করে বলার কিছু নেই যারা টেলিগ্রাম ব্যবহারকারী আছেন তাঁরা এই বিষয়টি ভালো করেই জানেন। টেলিগ্রামের সিক্রেট কনভারসেশন সিস্টেমটি মেনুতে যুক্ত করা হয়েছে তাই ব্যবহারকারীদের অপশনটি খুজে পেতে কোন রকম সমস্যা হবে না।
তবে আপনি যদি একজন টেলিগ্রাম ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনার ইচ্ছে অনুযায়ী telegram beta version ব্যবহার করে আপনি টেলিগ্রাম এর কাছে ফিডব্যাক করতে পারেন আপনার ব্যক্তিগত মতামত নিয়ে।
এক্ষেত্রে আপনার মতামত যদি গ্রহণযোগ্য হয় এবং বেশকিছু গ্রাহকের মাঝে একই রকমের মতামত লক্ষ্য করে তাহলে টেলিগ্রাম কর্তৃপক্ষ অবশ্যই আপনার মতামত কার্যকর করবে।
তবে টেলিগ্রাম অ্যাপ এর সিক্রেট কনভারসেশন এর সিস্টেমটি সত্যিই অসাধারণ যদিও এটি নতুন যুক্ত করা হয়েছে তবে অনেক ব্যবহারকারীর এটির প্রয়োজন ছিল। তবে টেলিগ্রামের এই অপশনটি আপনি একবার ট্রাই করে দেখতে পারেন।
Comments
Post a Comment