main menu

Pages

New Yalla Shoot live broadcast, watch today’s matches, yalla shoot

Leicester City
0 : 0
Brentford
  • beIN Premium 1
  • Brentford Community Stadium
  • Premier League
Newcastle
0 : 0
Crystal Palace
  • beIN Premium 3
  • Selhurst Park
  • Premier League

এখন থেকে বাংলায় কথা বলবে রোবট

বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, রোবটকে বাংলায় কথা বোঝানোর প্রযুক্তি তৈরি হচ্ছে এখন বাংলা ভাষা সমৃদ্ধকরণের প্রকল্পে। তাছাড়াও বাংলা ভাষাকে জাতিসংঘের ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করতে আরো প্রয়োজনীয় সফটওয়্যার ও এখন তৈরি করা হচ্ছে।

এখন থেকে বাংলায় কথা বলবে রোবট

এছাড়াও শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) প্রতিমন্ত্রী আইসিটি বিভাগের উদ্যোগে ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত বাংলা ভাষা থেকে আইপিএতে রূপান্তর সফটওয়্যার ‘ধ্বনি ও  বাংলা ডট গভ বট বিডি’  ওয়েবসাইটের পরীক্ষামূলক ভাবে উন্মুক্তকরণ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এসব এসব কথা জানান।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, প্রকল্পের আওতায় ভাষা-প্রযুক্তি ও কৃত্রিম-বুদ্ধিমত্তার অনেকগুলো সার্ভিস ও রিসোর্স ইতিমধ্যে তৈরি করা হচ্ছে। 

এছাড়াও এর মধ্যে আরো রয়েছে ২০টি পাবলিক ফেসিং সার্ভিস ও, ১৬ টি রিসার্চ টুলস ও রিসোর্স। এছাড়াও এতে আরো রয়েছে ০৮ ধরনের স্ট্যান্ডার্ড ও প্রিন্টেড রিসোর্স এবং ১০ধরনের করপাস অথবা ডেটাসেট এরমধ্যে উল্লেখ্যযোগ্য। 

এছাড়াও আরও এই প্রকল্প শতভাগ জিওবি ফান্ডেড এব এখানে স্থানীয় রিসোর্স ব্যবহৃত  হচ্ছে বলে জানিয়েছেন। 


এছাড়া তিনি আরো বলেন, এ কার্যক্রমের মাধ্যমে অ্যাকাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যে কোলাবোরেশন ও ঘটছে এবং পৃথিবীর সকল বাংলা ভাষাভাষী লোকজন যেমন এর প্রত্যক্ষ উপকার পাবে এবং  ক্ষুদ্র-নৃগোষ্ঠী সদস্য ও বাক-দৃষ্টি-শ্রবণ প্রতিবন্ধী জনগোষ্ঠী এর মাধ্যমে সুফল পাবে বলে আমরা আশা করি।

তিনি আরো বলেন যে, এর মাধ্যমে ২০২১ সালের মধ্যে অধিকাংশ সার্ভিস জনগণের কাছে পৌঁছাতে পারব বলে আমরা আশা রাখি। আর এরই ধারাবাহিকতায় বাংলা ডট গভ ডট বিডি ও ধ্বনি সফটওয়্যারটির ‘পরীক্ষামূলক সংস্করণ’ এবং প্রকাশ করা হলো।'

প্রতিমন্ত্রী আরো বলেন  যে,‘গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহার করে বাংলা ভাষা সমৃদ্ধকরণই এ প্রকল্প মূল উদ্দেশ্য। আর গ্লোবাল প্লাটফর্মে নেতৃস্থানীয় ভাষা হিসেবে বাংলা ভাষাকে প্রতিষ্ঠা কড়াই এর মূল লক্ষ্য। বিশেষ করে, কম্পিউটিং ও আইসিটিতে বাংলা ভাষাকে অভিযোজিত করা।

প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আরো বলেন যে, বাংলাকে জাতিসংঘের ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে রিয়েল-টাইম অটোমেটিক স্পিচ টু স্পিচ ম্যাশিন ট্রান্সলেশনসহ বিভিন্ন রিসোর্সের প্রয়োজন রয়েছে।

আরো পড়ুন… নাসা এবার মঙ্গল গ্রহের অডিও এবং ভিডিও প্রকাশ করল

এছাড়াও  "বাংলা ডট গভ ডট বিডি" হচ্ছে ভাষা-প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক একটি প্রযুক্তির প্লাটফর্ম। এছাড়াও এই প্রকল্পের মাধ্যমে উন্নয়নকৃত বাংলা ভাষার বিভিন্ন সার্ভিস পাওয়া যাবে সহজে এই প্লাটফর্ম থেকে। আর এখন বর্তমানে এটি প্রোডাক্ট শোকেইস ও ইনফরমেশন পোর্টাল হিসেবে ব্যবহৃত হবে। 

এছাড়াও এর মাধ্যমে ব্যবহারকারীরা ও গবেষকবৃন্দ সকল যোগাযোগ  রক্ষা করতে সক্ষম হবে। আর এই পোর্টালটিই হয়ে উঠবে বাংলা ভাষা-প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তার হাব এর বড় একটি উদাহরণ।

আর ধ্বনি" আইপিএ বিষয়ক অ্যাপ্লিকেশনটি  হচ্ছে মূলত এটি একটি কনভার্টার ইঞ্জিন, যা বাংলা থেকে আইপিএতে স্বয়ংক্রিয় ভাবে রূপান্তর করতে পারবে। (এবং ভাইস-ভার্সা কাজ করে)। এতে অন-স্ক্রিন কিবোর্ড ও এমবেডেড ফন্ট রয়েছে সুবিধাও রয়েছে। এছাড়াও এতে এক্সপোর্ট ও কপির অপশন ও রয়েছে। 

আর আমাদের এই অ্যাপ্লিকেশনটি তৈরিতে ম্যাশিন লার্নিং তথা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারিত হয়েছে। এছাড়াও এটি কে পরীক্ষামূলক ভাবে সংস্করণ উন্মুক্ত হচ্ছে। দ্রুত ইউজার ফিডব্যাক নিয়ে স্টেবল ভার্সন প্রকাশ করা হবে হবে বলে জানিয়েছেন।


আধুনিক যুগে ডিজিটাল সভ্যতায় আমাদের সংস্কৃতিকে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য ব্যক্তি এবং রাষ্ট্রীয় পর্যায়ে নানারকম উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আর তার মধ্যে এটি একটি অন্যতম উদ্যোগ যেটি বাংলা ভাষাকে বিশ্বদরবারে আরো ভালোভাবে তুলে ধরতে সক্ষম হবে।

আধুনিক সভ্যতার আরেকটি বড় উদাহরণ হল রোবট। আমরা রোবট দিয়ে আজকাল নানা রকমের কাজ করাতে পারি। সেটা হতে পারে যুদ্ধক্ষেত্রে অথবা কোন ভাষার ক্ষেত্রেও। তাই এমন উদ্যোগ নিয়ে তৈরি করা হয়েছে বাংলা ভাষার রোবট। যেটা আমাদের জন্য সাফল্য এবং আনন্দের বিষয়।

Comments