main menu

Pages

New Yalla Shoot live broadcast, watch today’s matches, yalla shoot

Leicester City
0 : 0
Brentford
  • beIN Premium 1
  • Brentford Community Stadium
  • Premier League
Newcastle
0 : 0
Crystal Palace
  • beIN Premium 3
  • Selhurst Park
  • Premier League

৫ জি এখন চালু হলো এর স্পিড ১.৫ গিগাবাইট

মানুষের অপেক্ষা এবং কল্পনা কাটিয়ে চিন্তাভাবনা থেকে বাস্তবে পরিণত হয়ে ফাইভ জি ইন্টারনেট সেবা চালু হয়েছে। তবে বাংলাদেশে নয় কারণ আপনারা জানেন বাংলাদেশে আসতে আরো কিছুটা সময় লাগবে। বিশ্বের প্রথম 5g নেটওয়ার্ক চালু হলো রাশিয়াতে, রাশিয়ার রাজধানী সহ আরো 15 টি স্থানে চালু হয়েছে ৫জি ইন্টারনেট সেবা।

৫ জি এখন চালু হলো এর স্পিড ১.৫ গিগাবাইট

5g ইন্টারনেট এর সর্বোচ্চ ডাউনলোড এর গতি হবে 1.5 জিবি, তবে সবাই চাইলেই এই সেবা ব্যবহার করতে পারবে না বলে জানান ইকোনমিক টাইম।

যারা 5g কাভারেজে বা ফাইভ জি মোবাইল নেটওয়ার্ক এর কাভারেজ রয়েছে তার কাছাকাছি এলাকায় অবস্থান করবে তাদের ম্যাসেজ-এর মাধ্যমে পঞ্চম প্রজন্মের টেলিকম আমন্ত্রণ জানানো হবে বলে খবরে জানানো হয়।

ফাইভ-জি নেটওয়ার্কের মাধ্যমে দ্রুত মোবাইল ইন্টারনেট সেবা দেয়ার পাশাপাশি ভবিষ্যতে ফাইভ-জি ইন্টারনেট শহরের পরিবহন উন্নয়ন এবং সিকিউরিটি ব্যবস্থা নিশ্চিত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে।


খুব দ্রুত ফাইভ-জি নেটওয়ার্কের আওতায় আরো এলাকা এবং শহরকে সংযুক্ত করা হবে বলে জানিয়েছেন রাশিয়ান কর্তৃপক্ষ। এই মৌসুমে দেশটির আরো অন্তত ১০টি এলাকায় ফাইভ-জি ইন্টারনেট সেবা চালু করার ঘোষণা করেছে।

ফাইভ-জি ইন্টারনেট সেবা চালু এবং সেবা প্রদানের দিক থেকে প্রথমেই থাকতে চায় রাশিয়া। এছাড়া 2024 সালের ভিতর আরো অন্তত দশটি বড় শহরে ফাইভ-জি ইন্টারনেট সেবা চালু করতে চায় রাশিয়া।

যেহেতু রাশিয়া অলরেডি 5g ইন্টারনেট সেবা প্রদান করা শুরু হয়েছে বিশ্বের অন্যান্য দেশগুলোতেও খুব দ্রুত ফাইভ-জি নেটওয়ার্ক চালু করা হবে বলে আশা করা যায়। সাথে সাথে আমাদের বাংলাদেশেও ফাইভ জি ইন্টারনেট সেবা চালু করার লক্ষ্যে সরকার নানা রকম অর্থ গ্রহণ করেছে এবং 5g ইন্টারনেট সেবা নিশ্চিত করার লক্ষ্যে অলরেডি কাজ শুরু হয়ে গেছে।


যদিও 5g ইন্টারনেট সেবা প্রদান করা অনেকটাই ব্যয়বহুল তবুও সরকার এই সেবা প্রদানের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি ফোরজি ইন্টারনেট সেবা আরও উন্নত করার লক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পালন করছে। এবং চলতি বছরের ভিতর দেশের সকল মোবাইল টাওয়ার গুলো তে ফোরজি ইন্টারনেট সেবা নিশ্চিত করার ঘোষণা দিয়েছে।

তাই ফাইভ জি ইন্টারনেট সেবা পৌঁছানোর আগেই আমরা বর্তমানে ফোরজি ইন্টারনেট এর গতি আরও বেশি পাব এবং বাংলাদেশের যে অঞ্চলগুলোতে বর্তমানে ইন্টারনেট স্বল্পতা রয়েছে চলতি বছরে সরকার তা পূরণ করার লক্ষ্যে কাজ শুরু করেছে।

তবে দেশের জনগণের মাঝে 5g ইন্টারনেট সেবা নিয়ে বেশ আগ্রহ রয়েছে কিন্তু থ্রিজি এবং 4g ইন্টারনেট এর চেয়ে ৫ জি ইন্টারনেট সেবা প্রদান করতে একটু বেশি সময় লাগবে তবে কেন বেশি সময় লাগে তা নিয়ে আগের একটি পোস্টে আলোচনা করেছি।

আরো পড়ুন… 5G নেটওয়ার্ক বাংলাদেশে  চলতি বছরেই চালু করা হবে

তাই পাঠকদের উদ্দেশ্যে বলছি আপনারা অবশ্যই ধৈর্যধারণ করবেন কারণ সময় নিয়ে যদি ইন্টারনেট সেবা প্রদান করা হয় তাহলে ত্রুটি কম হবে এবং আমরা তেমন কোন সমস্যা ছাড়াই সহজেই ইন্টারনেট ব্যবহার করতে পারব।

Comments