main menu

Pages

New Yalla Shoot live broadcast, watch today’s matches, yalla shoot

Leicester City
0 : 0
Brentford
  • beIN Premium 1
  • Brentford Community Stadium
  • Premier League
Newcastle
0 : 0
Crystal Palace
  • beIN Premium 3
  • Selhurst Park
  • Premier League

টুইটারে এসেছে নতুন ফিচার এবং কিছু ফিচার আসার পরিকল্পনা

মাইক্রো ব্লগিং সাইট টুইটার সুপার ফলো ফিচার আনার পরিকল্পনা করেছে। সম্প্রীতি এ ব্যাপারে টুইটার নিজে থেকেই জানিয়েছে। এই নতুন ফিচার সুপার ফলো এর মাধ্যমে ব্যবহারকারীরা বাড়তি টুইট পেতে পারে।

টুইটারে এসেছে নতুন ফিচার এবং কিছু ফিচার আসার পরিকল্পনা

এছাড়া ব্যবহারকারীরা কোন কমিউনিটি তে যোগ দিতে পারে এবং নিউজ লেটার হাতে আসতে পারে তাদের। বিবিসি এক প্রতিবেদনে বলেছে যে বিনিয়োগকারীদের জন্য আয়োজিত একটি আয়োজনে টুইটার কোম্পানি তাদের নিজেদের পরিকল্পনার ব্যাপারে জানিয়েছে।

দীর্ঘ সময় পরে টুইটারে নতুন ফিচার আসতে চলেছে এবং এটা সকল টুইটার ব্যবহারকারী দের ইউজার এক্সপেরিয়েন্স এর উপরে প্রভাব ফেলবে।

সুপার হলো বিষয়টির পাশাপাশি লাইভ অডিও আলোচনা বা ভয়েস মেসেজ এর সেবার পরীক্ষার ব্যাপারে জানিয়েছে টুইটার।


সম্প্রীতি মাইক্রোব্লগিং সাইট টুইটার তাদের ব্যবহারকারীদের জন্য ভয়েজ মেসেজিং এর নতুন ফিচার যুক্ত করেছে তার প্রায় সকল টুইটার ব্যবহারকারীরা জানেন।

টুইটার ব্যবহারকারীরা আইওএস এবং অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে সর্বোচ্চ 140 সেকেন্ডের ভয়েজ মেসেজ পাঠানোর সুযোগ পাবে টুইটারের এই ফিচারটির মাধ্যমে।

তবে এই সেবাটি এখনো পর্যন্ত বিশ্বের সব দেশের চালু হয়নি প্রথম অবস্থায় ভারত, ব্রাজিল এবং জাপানের টুইটার ব্যবহারকারী এই সুবিধা পাবে।


তবে খুব দ্রুতই বিশ্বের সকল টুইটার ব্যবহার কারিদের একাউন্টে এই নতুন ভয়েজ মেসেজিং এর বিষয়টি যুক্ত করা হবে বলে জানিয়েছেন মাইক্রোব্লগিং কোম্পানি টুইটার।

এটি বলা যায় প্রথম অবস্থায় টেস্টিং বা পরীক্ষা মূলক অবস্থায় রয়েছেন। এটি মূলত করার উদ্দেশ্য সকল ব্যবহারকারীদের কাছে ত্রুটি মুক্তভাবে ভয়েজ মেসেজিং সেবা প্রদান করা।

তাই টুইটার ব্যবহারকারী দের উদ্দেশ্যে বলছি আপনারা অবশ্যই ধৈর্য ধরে অপেক্ষা করুন খুব দ্রুত সকল একাউন্টে এই ফিচারটি যুক্ত করা হবে বলে জানান মাইক্রো ব্লগিং কোম্পানি টুইটার।

আরো পড়ুন… টেলিগ্রামে এসেছে ফেসবুক মেসেঞ্জার এর মত এক নতুন ফিচার

টুইটার বিবিসির একটি ভার্চুয়াল আয়োজনে আরো কিছু আপডেট এর কথা তুলে ধরে। তবে এগুলো এখন পর্যন্ত পরিকল্পনা মাত্র কিন্তু এই সিদ্ধান্তগুলো যেকোনো সময় বদলাতে পারে তারা।

তাই টুইটারের যেকোনো তথ্য পুরোপুরি ঘোষণা দেয়ার আগ পর্যন্ত ধৈর্য ধারণ করুন এবং অপেক্ষা করুন। তারা কোনো একটি ফ্রি সার্ভার নতুন কোন আপডেট নিয়ে শুরুতে আলোচনা করে এবং তাদের ভবিষ্যৎ কিছু পরিকল্পনার কথা উল্লেখ করে তবে সেগুলো সম্পূর্ণরূপে কার্যকর করবে কিনা বা পরিকল্পনা পরিবর্তন করবে কিনা তা এই মুহূর্তে সঠিকভাবে বলা সম্ভব নয়।

তাছাড়াও নতুন কোন ফিসের বা আপডেট যুক্ত করা হলে সকল ব্যবহারকারী সেটি দক্ষ করতে পারবে এবং জানতে পারবে পাশাপাশি টুইটার অবশ্যই এ ব্যাপারে ঘোষণা দেবে।


এই ছিল টুইটার এর নতুন ফিচার এবং আপডেট নিয়ে আলোচনা আপনার কাছে এই ফিচারগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং টুইটারে কি ধরনের ফিচার হলে আপনার সুবিধা হয় তো আপনি টুইটার কমিউনিটি টিমের সাথে কন্টাক করে জানাতে পারেন।

ভাল থাকবেন সুস্থ থাকবেন কোন প্রকার মতামত এবং প্রশ্নের জন্য আমাদের ফেসবুক পেইজে যোগাযোগ করতে পারেন বা নিচে কমেন্ট করতে পারেন।

Comments